অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২জুলাই:
হাতির তান্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। বাড়ি ভাঙ্গার পাশাপাশি ঘটে চলেছে মৃত্যুর ঘটনাও। মানিকপাড়া রেঞ্জের আমদই এলাকায় দুটি বাড়ি ভাঙ্গার ঘটনা ঘটে হাতির হানায়।

স্থানীয়রা জানান, মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী দিয়ে ৬টি হাতির পাল কংসাবতী নদী পেরিয়ে আমদই এলাকায় প্রবেশ করে। খাবারের খোঁজে বিমল মাঝি ও অক্ষয় দোলই-এর বাড়ির দেওয়াল ভেঙ্গে ঘরে রাখা ধান খায়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে ফের নদী পেরিয়ে মেদিনীপুরে প্রবেশ করে হাতির পাল। বন দফতর সূত্রে খবর, হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর চেষ্টা চলছে। সরকারী নিয়মানুসারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

