আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর: এক স্কুল ছাত্রকে অপহরণের চেষ্টা। আর এই ঘটনা এড়াতে নড়েচড়ে বসলো জলপাইগুড়ি জেলা পুলিশ ও প্রশাসন। নিরাপত্তার জন্য স্কুলে দেওয়া দেওয়া হল সিভিক ভলান্টিয়ার। অন্যদিকে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ গ্রহণ করল এসজেডিএ (শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি)। মঙ্গলবার স্কুলের পরিকাঠামো ও স্কুল চত্বর পরিদর্শন করলেন এসজেডিএ’র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন।
গত ৮ সেপ্টেম্বর জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে অপহরণের চেষ্টা করার অভিযোগ ওঠে। এরপর স্কুল কর্তৃপক্ষ গতকাল স্কুলের নিরাপত্তা ও সিসিটিভি সার্ভিলেন্স চেয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন। এদিন এসজেডিএ’র তরফে জানানো হয়, সব স্কুলের সামনে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। সেই ক্যামেরা পুলিশ কন্ট্রোল করবে। এর জেরে অপ্রীতিকর ঘটনা কিছুটা বন্ধ হবে।

এদিকে এরপর গতকাল বিকেলে জলপাইগুড়ির শিরিষ তলায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। মহিলার বক্তব্য, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে তা জেলা পুলিশের কাছে পৌঁচ্ছায়। এরপর নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন। স্কুলে সিভিক পুলিশ মোতায়ন করার পাশাপাশি নতুন করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সচেতনতা প্রচার শুরু করে জেলা পুলিশ।
এদিকে আজ জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয় ও হোলি চাইল্ড স্কুল সহ আরও অন্যান্য স্কুলগুলি পরিদর্শন করেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি দ্রুত জলপাইগুড়ি শহরে প্রচুর পরিমাণে সিসিটিভি ক্যামেরা লাগাবেন বলে জানান। তার এই দ্রুত পদক্ষেপ নেয়াওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবক মহল।

