আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৮ ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচন সুস্থ ও অবাধ হবে না এই আশঙ্কা করছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। মঙ্গলবার শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করার দাবি তুলে আন্দোলনে নামল জেলা কংগ্রেসের নেতা কর্মীরা। এ দিন দলের পক্ষ থেকে দাবিপত্র জেলাশাসক ও রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়। দাবিপত্র অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার রায় হাতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি। কংগ্রেসের অভিযোগ, রাজ্য সরকারের অধীনে পঞ্চায়েত ও পুরভোট হয়ে থাকে। ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয় না। হয়ে যাওয়া ২০১৮ সালের পঞ্চায়েত ভোট ও পুর ভোটে কখনই অবাধ ও শান্তিপূর্ণ হচ্ছে না।

জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন,
“পঞ্চায়েত ভোটের সময় কর্মী, প্রার্থী সহ সকলের নিরাপত্তা নেই। রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে। এরকম যেন না হয় এর জন্য প্রশাসনের বিশেষ নজরদারিতে ভোট প্রক্রিয়া করার দাবি তোলা হয়। কাকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হবে সেটা প্রশাসনের ব্যপার। আজ থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হল। এই আন্দোলন চলবে।”

