আমাদের ভারত, জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর: হাটে বাজারে ও ট্রেনে গান গেয়ে ভিক্ষা করে কোনো রকমে সংসার চলে দৃষ্টিহীন নারায়ণ দেবনাথের। এবার দৃষ্টিহীন ভিখারির বাড়িতেই চুরির অভিযোগ উঠল। ঘরের দরজার তালা ভেঙ্গে দুষ্কৃতীরা ভিক্ষা করে জমিয়ে রাখা দশ হাজার টাকা ও পুজোর বাসন চুরি করে পালায় বলে অভিযোগ। দৃষ্টিহীন ভিখারি অন্যের সাহায্যে জলপাইগুড়ির কোতোয়ালি থানায় গিয়ে অভিযোগ জানান। যদিও পুলিশ এখনও চুরির কিনারা করতে পারেনি।
জলপাইগুড়ি সদর ব্লকের রানীনগর বাজার এলাকার বাসিন্দা নারায়ণ দেবনাথ। দিদিকে নিয়ে বাড়িতে থাকেন তিনি। তাঁরা দু’জনেই দৃষ্টিহীন। গত সোমবার জলপাইগুড়ির দিন বাজারে গান করে ভিক্ষা করে বাড়ি ফিরে যান নারায়ণবাবু। বাড়িতে গিয়ে বুঝতে পারেন ঘরের দরজার তালা ও দরজা ভাঙ্গা। এরপর প্রতিবেশীদের সাহায্য নিয়ে জানতে পারেন তাঁর ঘরে চুরি হয়েছে। বাক্স ভেঙ্গে দশ হাজার টাকা ও পুজোর পিতলের বাসন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ভিক্ষা করে যায় সংসার চলে তাঁরই বাড়িতে চুরি ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
পড়শিদের দাবি, নেশাগ্রস্থরা এই চুরির ঘটনায় যুক্ত। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি তোলে স্থানীয়রা। বুধবার থানার দ্বারস্থ হন নারায়ণ দেবনাথ। তিনি বলেন, “খুব কষ্ট করে টাকা রোজগার করেছিলাম। দশ হাজার টাকা চুরি হয়ে গেল। থানায় অভিযোগ জানিয়েছি।”
আইসি অর্ঘ্য সরকার বলেন, তদন্ত শুরু হয়েছে।