ইসলামপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছয় কিশোরের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ নভেম্বর: ইসলামপুরে শিয়ালতোড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছয় কিশোরের মৃত্যুর ঘটনায় সরকারি ক্ষতিপূরণ নিয়ে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। চাকুলিয়ার ফরয়ার্ড ব্লকের বিধায়ক আলি ইমরান রমজের অভিযোগ, আদালতের নির্দেশকে উপেক্ষা করেছে এই সরকার। রাজ্য সরকারের ঘোষনা অনুযায়ী মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

নবি দিবসের শোভাযাত্রা সেরে ফেরার পথে বিদ্যুৎ পিষ্ট হয়ে ১৩ জন কিশোর আহত হয়েছিল। দুই কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল। পরবর্তীতে ইসলামপুর এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে আরো চারজনের মৃত্যু হয়। তিনজনের মৃত্যুর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষনার পরই জেলা শাসক মৃতদের পরিবারের হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দিয়েছিলেন। ব্লক প্রশাসনের কর্তারা গিয়ে আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন। পরবর্তীতে আহত তিনজনের মৃত্যু হওয়ায় জেলা প্রশাসন তাদের পরিবারের হাতে আরও দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে।

গতকাল চাকুলিয়ার ফরয়ার্ড ব্লকের বিধায়ক আলী ইমরান রমজ (ভিক্টর) শিয়ালতোর এলাকায় গিয়ে মৃত এবং আহতদের পরিবারে সঙ্গে দেখা করেন। বিধায়কের অভিযোগ, এই ধরনের মৃত্যুতে সরকারকে চারলক্ষ টাকার ক্ষতিপূরন দিতে হবে। আদালতে এনিয়ে নিদৃষ্টভাবে আদেশ দেওয়া সত্বেও সরকার সেই নির্দেশকে অমান্য করেছে।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, ক্ষতিগ্রস্থ পরিবাররা যাতে সর্বচ্চ ক্ষতিপূরন পান সেই বিষয়টি জেলা প্রশাসনের কর্তাদের দেখার জন্য তিনি প্রস্তাব দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *