উত্তর দিনাজপুরে দল বিরোধী কাজের জন্য ১০ জন তৃণমূল নেতাকে বহিষ্কার

স্বরূপ দত্ত, আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: আগামী ২৭ ফ্রেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জ পৌরসভার নির্বাচন। ইতিমধ্যেই সব দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। ইসলামপুর পৌরসভায় তৃণমূলের প্রার্থী ঘোষণার পর বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী পছন্দ না হওয়ায় ক্ষোভ হয়েছিল তৃণমূল কর্মীদের একাংশের। বিক্ষুব্ধ হয়ে কিছু তৃণমূল নেতা কর্মী নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রাক্তন পৌর প্রশাসক মানিক দত্ত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেন। এবার ইসলামপুর পৌরসভায় যারা তৃণমূল থেকে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা করেছেন এবং তাদের যেসব তৃণমূল কর্মীরা সহযোগিতা করছেন তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল জেলা তৃণমূল নেতৃত্ব।

শনিবার গভীর রাতে ইসলামপুরে তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সাংবাদিক সন্মেলন করে জানিয়েছেন, তৃণমূল থেকে যারা নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছেন এবং তাদের যে সব তৃণমূল কর্মীরা সাহায্য করেছে, প্রাক্তন পুরপ্রশাসক মানিক দত্ত সহ মোট ১০ জন তৃণমূল নেতাকে দল বিরোধী কাজ করার জন্য দল থেকে বহিষ্কার করা হয়। এদেরকে আর কোনো দিন দলে ফেরানো হবে না বলে সাফ জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

অন্যদিকে ১১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ইসলামপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক মানিক দত্ত জেলা তৃণমূলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগেই তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন কোনো তৃণমূল কর্মী নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ায়নি। তবে আজ কেন তাদের দল থেকে বহিষ্কার করা হল প্রশ্ন তুলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *