স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ আগস্ট: বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এক ব্যক্তিকে গলা কেটে খুনের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের দেনীপার গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দেহটি ধান খেত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে এসেছে। পুলিশী তদন্ত শুরু হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, গোয়ালপোখর থানার গতিগ্রাম পঞ্চায়েতের বেদবাড়ি এলাকার বাসিন্দা জাকির হোসেন গতকাল বিকালে স্থানীয় একব্যক্তির কাছে বকেয়া টাকা চাইতে এসেছিলেন। টাকা দেবার নাম করে তাঁকে অন্যত্র ডেকে নিয়ে যায়। তারপর সে নিখোঁজ হয়ে যায়। আজ সকালে তার গলা কাঁটা দেহ উদ্ধার হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে এসেছে।

পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, গলাকাটা অবস্থায় একব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। দুষ্কৃতিরা তাওককে খুন করে ফেলে রেখে গেছে। বেশ কয়েকজনের নাম পুলিশের হাতে এসেছে। তাদের খোঁজে তল্লাশী শুরু হয়েছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

