পিন্টু কুন্ডু, বালুরঘাট , ১৯ ডিসেম্বর :- অসাধু চক্র। সরকারি নিয়ম ভেঙে ধান কেনার ক্যাম্প তৈরির অভিযোগ গঙ্গারামপুরে। প্রতিবাদে পথ অবরোধ করে আন্দোলনে নামলো ক্ষুব্ধ কৃষকেরা। শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের চালুন গ্রাম পঞ্চায়েতের প্রাণ সাগর এলাকায়। দীর্ঘ সময় ধরে প্রাণ সাগর থেকে গঙ্গারামপুরে যাবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। আর যার জেরে চরম ভোগান্তিতে পড়েন পথচলতি মানুষেরা।
জেলা খাদ্য দপ্তর সূত্রে খবর, বিগত দিনগুলিতে গঙ্গারামপুর ব্লকের চালুন গ্রাম পঞ্চায়েতের প্রাণ সাগরে বিরাট জায়গা থাকায় সেখানে ক্যাম্প করে সরকারের তরফে সহায়ক মূল্যে ধান কেনা হয়। সেখানে উদয়, জাহাঙ্গীরপুর, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা অংশের কৃষকদের যেমন ধান কেনা হতো, তেমনি ওই ক্যাম্প থেকে অশোকগ্রাম, চালুন গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচ হাজারের মতো কৃষকের থেকে ধান কিনতেন মিলমালিকরা। এলাকার কৃষকদের অভিযোগ, কাগজ-কলমে সরকারিভাবে ধান বিক্রির ক্যাম্প প্রাণ সাগরের থাকলেও এবার সেই ক্যাম্প কুসুমসুরে করেছে খাদ্য দপ্তরের আধিকারিকরা।
স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অভিযোগ খাদ্য দপ্তরের আধিকারিকদের উৎকোচ দিয়ে চালুন গ্রাম পঞ্চায়েতের প্রাণ সাগরের পরিবর্তে কুসুম তারাতে ক্যাম্প করেছে। তাদের আরো অভিযোগ সরকারী নির্দেশিকায় ধান কেনার ক্যাম্প প্রাণ সাগরে করার নির্দেশ থাকলেও এক্ষেত্রে তা মানা হয়নি। আর যার জেরে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা।
প্রতিবাদে পথ অবরোধ করেন কৃষকরা। এলাকার ক্ষুদ্র কৃষকদের অভিযোগ, কুসুমসুরে এলাকায় ধানের ক্যাম্প হওয়ার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। নেট বিভ্রাট, কৃষকরা ধান নিয়ে যাচ্ছে কিন্তু টাকা দিয়েও খাওয়া-দাওয়ার কোন ব্যবস্থা নেই, যাতায়াতের রাস্তার বেহাল দশা। তাই ঘুর পথে ধান বিক্রি করতে গেলে খাজনার থেকে বাজনার অংশই বেশি পড়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের। তাদের অভিযোগ, সেখানে ক্যাম্প করা হয়েছে ফড়েদের সুবিধা পাইয়ে দিতে। আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। যদি ক্যাম্পের জায়গা পরিবর্তন না হয় তাহলে ধান যেমন সেখানে দিতে যাব না তেমনি বৃহত্তর আন্দোলনে নামা হবে।
গঙ্গারামপুর ব্লকের বিডিও দাওয়া শেরপা জানিয়েছেন, সরকারিভাবে ক্যাম্প প্রাণ সাগরে হওয়ার কথা ছিল কেন অন্য জায়গাতে হলো সেটা খোঁজ নিয়ে দেখবো।