মন্দিরের সামনে আল্লাহু আকবর স্লোগান দিয়ে হুঙ্কার মৌলবাদীদের, ইংল্যান্ডে ফের নিশানায় হিন্দুরা

আমাদের ভারত, ২১ সেপ্টেম্বর: ইংল্যান্ডে ফের মুসলিম মৌলবাদীদের নিশানায় হিন্দুরা। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডের স্মেথ উইথ টাউনের একটি মন্দিরের সামনে আল্লাহু আকবর বলে চিৎকার করতে থাকে প্রায় ২০০ জন মুসলিম মৌলবাদী। এইরকম আক্রমণাত্মক মৌলবাদীদের দেখে রীতিমতো আতঙ্কিত স্থানীয় হিন্দুরা।

মঙ্গলবার ওয়েস্ট মিডল্যান্ডের স্মেথ উইথ টাউনে অবস্থিত দুর্গা ভবানী হিন্দু সেন্টার মন্দিরের সামনে জড়ো হয় মুসলিম সম্প্রদায়ের অন্তত ২০০ জন মানুষ। আক্রমণাত্মক মেজাজে তারা আল্লাহু আকবার স্লোগান দিতে থাকে। মন্দিরের দেওয়াল বেয়ে উঠতে দেখা যায় বেশ কয়েকজন মৌলবাদীকে। মুহূর্তের মধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বেশ কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন হিন্দুরা। অনেকেই দাবি করেছেন, বিক্ষোভকারীরা যখন দেওয়াল বেয়ে উঠেছিল তখন পুলিশ কোনো পদক্ষেপ করেনি।

https://twitter.com/WasiqUK/status/1572341829399646210?t=0NRDoVZKC2zJ29elyqvDJA&s=08

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর মঙ্গলবার, “আপনা মুসলিমস” নামে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মন্দিরের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তারপরই সেখানে জমায়েত হওয়া মৌলবাদীরা। ব্রিটেনের বুকে এই ধরনের ঘটনায় উদ্বেগ রয়েছে প্রবাসী ভারতীয়রা।

দিন কয়েক আগে সাম্প্রদায়িক সংঘর্ষের নজিরবিহীন ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ইংল্যান্ডের লিসাস্টার শহর। হিন্দু মন্দির ভাঙ্গচুর, গেরুয়া পতাকা ছেঁড়ার মতো ঘটনা ঘিরে অশান্তি ছড়িয়েছিল। পুলিশ জানিয়েছে, এর নেপথ্যে ইসলামিক জেহাদিরা রয়েছে। এমনকি ওই এলাকার হিন্দু পরিবারগুলোর বাচ্চাদের পণবন্দি করে রাখার চেষ্টা হয়েছিল। তাতে ব্যর্থ হয়ে এলাকার বাড়িগুলোতে ভাঙ্গচুর চালিয়েছিল তারা। এ ঘটনায় ব্রিটিশ সরকারের কাছে তীব্র ভাষায় আপত্তি জানিয়েছেন মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *