আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: হাবড়া থানার এক নম্বর রেলগেট লাগোয়া যশোর রোডের পাশে বিভিন্ন জায়গায় রক্ত থাকায় চাঞ্চল্য ছড়াল এলায়। সকালে একাধিক দোকানের সামনে চাপ চাপ রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা।
আজ সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের সামনে রক্তের দাগ দেখতে পান দোকানদাররা। আতঙ্কিত হয়ে তাঁরা হাবড়া থানায় খবর দেন। তবে কিভাবে দোকানগুলোর সামনে রক্ত আসলো তা নিয়ে ধোঁয়াশায় ব্যবসায়ীরা। দোকানের কিছুটা দূরে একটি টিউবয়েলে সামনেও রক্ত দেখা যায়। এই ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। পুলিশ ঘটনার তদন্ত করছে।