এগিয়ে বাংলার বিস্ময়কর নিদর্শন, হাসপাতালে রোগীর রক্তচাপ মাপছে‌ সিভিক ভলান্টিয়ার, সরব সুকান্ত

আমাদের ভারত, ৬ অক্টোবর: একটি মারাত্মক ভিডিও পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ফের সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভিডিওতে একটি গ্রামীন হাসপাতালে রোগীর রক্তচাপ মাপতে দেখা গেল দুজন সিভিক ভলান্টিয়ারকে। এক্স হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার দিকে আঙ্গুল তুলেছেন সুকান্ত।

সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, তৃণমূলের এগিয়ে বাংলার বিস্ময়কর নিদর্শন হল এই ভিডিও। এই ছবি বলে দিচ্ছে কেমন বিশ্বমানের স্বাস্থ্য পরিসেবা দেয় তৃণমূল সরকার। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামীন হাসপাতালের ছবি পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

https://x.com/DrSukantaBJP/status/1710135836426317980?t=bz1jgDQ8p5Lj6aL93261Ag&s=08

হাসপাতালে রোগীর চাপ সামলাতে এখানে কি সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হচ্ছে? প্রশাসনের নির্দেশে সিভিক ভলান্টিয়াদের কাজে লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে ডাক্তারদের সাহায্য করতে প্রেসার মাপার যন্ত্র নিয়ে রোগীর প্রেসার মাপতে দেখা যাচ্ছে দুজন সিভিক ভলান্টিয়ারকে। কুশমন্ডি গ্রামীণ হাসপাতালের এই ঘটনা প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে গেছে। প্রশ্ন উঠেছে তাহলে কি এবার এই সিভিক ভলান্টিয়াররা সিভিক ডাক্তারে পরিণত হয়ে কাজে নামলেন? কাদের হাতে থাকছে নিরীহ রোগীর জীবন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *