কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ আগস্ট :
নিজ–নাড়াজোল গ্রামপঞ্চায়েতে বড়ামারা মৌজায় ফের বুড়িগাং নদীর বাঁধে ভাঙ্গন। প্রায় ৪০ ফুট এলাকাজুড়ে ভাঙ্গল নদীবাঁধ। জামিদারী বাঁধে ভাঙ্গনের ফলে ওই এলাকার দানিকলা, হাজরা কুন্ডু, সীমানা সহ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ওই এলাকায় যোগাযোগ বিচ্ছন্ন হয়েছে। চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, ফলে দুশ্চিন্তায় কৃষকরা।
মঙ্গলবার রাতে চন্ডীপুরে বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছিল নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রাম। ফের বুড়িগাং নদীর জমিদারী বাঁধ ভেঙ্গে কয়েকটি গ্রামকে প্লাবিত করল।এই জল নাড়াজোল, রাজনগর, রামদেবপুর হয়ে ঘাটালের শিলাবতী নদী হয়ে নামবে তাই শিলাবতী নদীর উপর চাপ থাকছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত কোনো পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়নি।

