কুমারেশ রায়, আমাদের ভারত, ২৬ আগস্ট:
দাসপুরে শিলাবতীর শাখা নদী বুড়িগাংয়ের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে বেশকিছু গ্রাম। গতকাল রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ বাঁধ ভেঙ্গে হুহু করে গ্রামের দিকে জল ঢুকতে থাকে। এরফলে দুবরাজপুর, চন্ডীপুর, হরিরাজপুর, সিঙাঘাই, রায়কুন্ডু, নিজ নাড়াজোল সহ বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন হয়ে গেছে। এলাকার সমস্ত চাষের জমি জলের তলায় চলে গেছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষে। যোগাযোগও বিচ্ছিন্ন। জানা গেছে বাঁধের অবস্থা ভাল ছিল না, মেরামতের কাজও হয়নি দীর্ঘদিন। তার জেরেই গতকাল এই ঘটনা।

