আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ডিসেম্বর : “সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে প্রত্যেক ভোটার নিজের ভোটদান নিজে করবে, কোনও হিংসার পরিবেশ থাকবে না। আমি বলছি না যে ভোটার বা নাগরিকরা কাকে ভোট দেবে, কিন্তু রাজ্যপাল হিসেবে আমি বলছি সুন্দর পরিবেশে বাংলার প্রত্যেক ভোটার যেন নিজের ভোট নিজে ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারে। আমি সেটাই চাই। বাংলার ভোট কেমন হচ্ছে, তা দেখতে গোটা পৃথিবীর চোখ বাংলার দিকে নজরে রাখবে। তাই এবারের ভোটে সকলেই নিজের ভোটদান নিজে দেবে, এটাই আমি চাই।” উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকায় এম পি কাপ ক্রিকেট প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রকাশ্য মঞ্চ থেকে একথাই বলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সস্ত্রীক রাজ্যপাল এদিন ভাটপাড়া এসেছিলেন এমপি কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে।
ভাটপাড়ায় ক্রিকেট প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে এসে মঞ্চে সাংসদ অর্জুন সিংকে পাশে বসিয়ে বক্তব্য রাখতে উঠে কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রকল্পে রাজ্য সরকার বঞ্চনা করছে বলে অভিযোগ করেন রাজ্যপাল ধনকর। তিনি বলেন, “রাজ্যের কৃষকরা বিভিন্ন কেন্দ্রীয় ন্যায্য অনুদান থেকে বঞ্চিত, রাজ্য সরকার কৃষকদের প্রতি অন্যায় করছে।” শুক্রবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় এম পি কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে মঞ্চ থেকে সমালোচনা করেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি আরও বলেন, “শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজ্যের কৃষকদের পেটে লাথি মারা হচ্ছে।” এদিনের সভায় তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বলেন, “রাজ্যের প্রত্যেক এলাকার কাজের খবরাখবর তিনি রাখছেন, কোনও বেআইনি অসাংবিধানিক কর্মকান্ডকে তিনি প্রশ্রয় দেবেন না।” ভাটপাড়ার সুন্দিয়া মাঠে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যপাল।
মঞ্চে বক্তব্য রাখতে উঠে তাৎপর্যপূর্ণ ভাবেই তিনি বলেন, “বাংলার দাদা ক্রিকেটে দেশকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন । আমিও ছোট বেলায় ক্রিকেট খেলতাম । ক্রিকেট খুবই পছন্দের খেলা। তবে ক্রিকেট খেলায় সব বল মারতে নেই। কিছু বল ছেড়ে দিতে হয়, কিছু বলকে বাউন্ডারির বাইরে পাঠাতে হয়। আর কিছু বলকে এমন জায়গায় পাঠাতে হয় যে সেই বল খুঁজতেই থাকবে, খুঁজে পাবে না।” এই ক্রিকেট প্রতিযোগিতার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং সহ আরও অনেকে।

