আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ফেব্রুয়ারি: গোপালনগর চৌবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বনানী নন্দিনী গত ১৮ জানুয়ারির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। আজ সোমবার প্রধান নির্বাচিত হন তৃণমূলের তপন হাজরা। ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি বিজেপি চার সদস্য। তাদের দাবি তাঁরা গোপন ব্যালটে ভোট করার দাবি করেছিলেন। কিন্তু তাদের সেই দাবি মানা হয়নি। তাই তারা এই ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি। ফলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯-০ তে পঞ্চায়ের গঠন করে তৃণমূল।

প্রিসাইডিং অফিসার সুজয় বিশ্বাসের দাবি, নিয়ম মেনে ভোট হয়েছে। কারও কোনও অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুক।
প্রধান নির্বাচিত হয়ে তপনবাবু বলেন, প্রধান হিসেবে এলাকার সমস্ত মানুষকে সুষ্ঠু পরিষেবা দেব।

