আমাদের ভারত, হুগলী, ৩১ অক্টোবর: প্রকাশ্য দিবালোকে মোটর সাইকেলে রাখা ব্যাগ থেকে এক লক্ষ টাকা চুরি করে চম্পট দিল দুষ্কৃতিরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ধনিয়াখালি থানার ভান্ডারহাটি বাজার এলাকায়। সিসিটিভির সূত্র ধরে দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভান্ডারহাটির চিনাগোড়ি এলাকার বাসিন্দা পেশায় আলুচাষি ও ব্যবসায়ী পৃথ্বিষ মুখার্জি ভান্ডারহাটি বাজারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে এক লক্ষ টাকা তুলে ব্যাগে ভরে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি দোকানে জেরক্স করাতে যান মোটর সাইকেল রেখে। সেই সুযোগে কয়েকজন দুষ্কৃতি গাড়িতে ঝোলানো ব্যাগ থেকে এক লক্ষ টাকা বার করে মোটর বাইকে করে চম্পট দেয়। কিছু দূর ধাওয়া করেও দুষ্কৃতিদের ধরতে না পেরে পুলিশের দ্বারস্থ হন পৃথ্বিষবাবু। দিনের বেলায় প্রকাশ্যে এই ধরনের চুরির ঘটনায় ভান্ডারহাটি বাজারে চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরাও।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিসিটিভির ছবি ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্ত শুরু করেছে ধনিয়াখালি থানার পুলিশ।