সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৯ নভেম্বর: বাড়ি ফাঁকা থাকার সুযোগে পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাঁকুড়া শহরের ময়রাবাঁধে।এই ঘটনায় ক্ষোভে সরব হয়েছেন স্থানীয় অধিবাসীরা। তারা বাঁকুড়া শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। গতকাল রাতে বাঁকুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ জামাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বাড়ি ফাঁকা রেখে একটি পরিবার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অন্য পরিবার গিয়েছিল আত্মীয়রে বাড়ি। সেই সুযোগে দু’টি বাড়ির সর্বস্ব চুরি করে পালালো চোরের দল।
ময়রাবাঁধ জামাইপাড়া এলাকার বাসিন্দা তাপস দাসের পরিবার সোমবার বাড়ি তালাবন্ধ করে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। রাতেই বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভেঙ্গে সর্বস্ব চুরি করে নিয়ে গেছে চোরের দল। চুরি গেছে নগদ ৬৫ হাজার টাকা ও বেশ কিছু সোনা-রূপোর গয়না।
অন্য বাসিন্দা কল্যাণী চক্রবর্তী সপরিবারে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়ি ছিল তালাবন্ধ। সেই সুযোগে তার বাড়ি থেকে সর্বস্ব নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে তারা বাড়িতে ফিরে দেখেন বাড়িতে রাখা নগদ ৭২ হাজার টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। এই ঘটনায় ময়রাবাঁধে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এলাকার মধ্যে দিয়ে চলে গেছে রেল লাইন। রাতের অন্ধকার নামলেই ওই লাইনে নিত্যদিন সমাজবিরোধীদের মদের আসর। ঘটে নানা অসামাজিক কাজ কারবার।এনিয়ে স্থানীয় বাসিন্দদের সঙ্গে ঝামেলাও হয়। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। সেই কারণেই গোটা এলাকাতেই সমাজবিরোধীদের দাপট ক্রমেই বাড়ছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা। ঘটনার খবর পেতেই তদন্তে নেমেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।