আমাদের ভারত, বনগাঁ, ২৭ ফেব্রুয়ারি: বুথে বুথে ছাপ্পা হল বনগাঁয়। পুলিশ দাঁড়িয়ে পাহারা দিল থানা। ছাপ্পা দেওয়ার ছবি তুলতে গেলে তৃণমূল দুষ্কৃতীদের হাতে আহত হল দুই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভা এলাকায়। প্রতিবাদে বিভিন্ন জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভ দেখায় বিরোধীরা।
এদিন সকাল থেকে বনগাঁর ৯ নম্বর ওয়ার্ডে শুরু হয় বুথ দখল। সেখানে বিজেপি, সিপিএমের এজেন্টদের বাইরে বের করে দিয়ে চলে ছাপ্পা। প্রতিবাদ করতে গেলে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। পরে বিরোধীরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায়। বেলা বাড়তেই বনগাঁর ১৩ নম্বর ওয়ার্ডে বুথ দখল করে তৃণমূল প্রার্থী মৌসুমি চক্রবর্তী ও তাঁর দলবল, বলে অভিযোগ। ছবি তুলতে গেলে এক চিত্র সাংবাদিক ও এক পত্রিকার এডিটরকে মারধর দিয়ে তাদের ফোন ও ক্যামেরা কেড়ে নেয় দুষ্কৃতীরা। আহত সাংবাদিক উৎপল মল্লিক, অন্য জন সুদীপ সরকার।

ছবি: আহত ২ সাংবাদিক।
আহত সাংবাদিকরা বলেন, “আমরা ভোটের লাইনের ছবি তুলতে সেখানে যাই। ১২ থেকে ১৫ জন দুষ্কৃতী পুলিশের সামনে থেকেই বুথের মধ্যে ঢুকে পরে। লাইনে থাকা ভোটারদের অশ্লীল গালিগালাজ করে হাটিয়ে দেয়। এরপর বিজেপি, সিপিএমের এজেন্টদের বের করে দেয়, প্রায় এক ঘন্টা ধরে ছাপ্পা ভোট করে বেরিয়ে আসে। পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখে।

থানায় অভিযোগ জানাতে গেলে দেখা যায় থানার মধ্যে হাজারও পুলিশ। এক অফিসারকে প্রশ্ন করলে তিনি জবাব দিলেন থানায় ডিউটি।

