অযোধ্যায় ভগবান রামের জন্য গয়না, বাসনপত্র, মিষ্টি, পোষাক সহ নানা উপহারের পসরা আসছে তাঁর শ্বশুরবাড়ি থেকে

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছরে ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে অযোধ্যায়। মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই অযোধ্যাজুড়ে এখন ব্যাপক তোড়জোড় চলছে। চারিদিক সেজে উঠেছে। রাম জন্মভূমির এই বিরাট আয়োজনে অংশগ্রহণ করতে চলেছেন রামের শ্বশুরবাড়ির লোকেরাও। হ্যাঁ তাদের তরফ থেকে পাঠানো হচ্ছে গয়না, জামাকাপড়, মিষ্টি। জানেন কোথায় ভগবান রামের শ্বশুরবাড়ি?

রামায়ণ অনুযায়ী অযোধ্যার রাজা রামের সঙ্গে বিয়ে হয় জনকপুরের রাজা জনকের কন্যা সীতার। মহাকাব্য অনুযায়ী সেই জনকপুর এখন নেপালে অবস্থিত। তাই সেখান থেকেই আসছে রামের জন্য নানা উপহার।

নেপালের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, রাম মন্দির উদ্বোধনের একদিন আগেই নেপাল থেকে গয়না, বাসনপত্র, জামাকাপড়, মিষ্টি সহ বহু উপহার অযোধ্যায় আসবে। সেই উপহার মাথায় করে আনবেন সীতার বাপের বাড়ির বর্তমান সদস্যরা।

সে দেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ১৮ জানুয়ারি জনকপুর থেকে যাত্রা শুরু হবে। জনকপুরধাম থেকে জলেশ্বরনাথ, মালংওয়া, সিমরৌংগড়, গাধিমাই বীরগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে যাত্রাটি। এরপর বেটিয়া, কুশিনগর, সিদ্ধার্থ নগর, গোরখপুর হয়ে ২০ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় শেষ হবে যাত্রাটি। ওই দিন শ্রীরাম জন্মভূমি মন্দির ট্রাস্টের হাতে উপহার সামগ্রী তুলে দেবেন জানকি মন্দিরের প্রতিনিধিরা।

২২ জানুয়ারি ভগবান রামলালার অভিষেক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তারা। এই সুন্দর মুহূর্ত দেখার অপেক্ষায় থাকবে সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *