গোপালরায়, আরামবাগ, ২ জুন: ফের উত্তপ্ত হয়ে উঠল আরামবাগ। বিজেপির দুই মহিলা কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের কালিপুর এলাকায়। আহত দুই মহিলাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে।
জানা গেছে, বেশ কয়েকমাস আগে বিজেপির এক কর্মী খুন হন কালিপুর এলাকায়। সেই ঘটনায় মামলা করা হয়েছে। তারপর থেকেই বিজেপির নেতা কর্মীদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ওই এলাকার বিজেপির বেশ কয়েকজন মহিলা রেশন তুলতে যান। অভিযোগ ওই সময়ই তৃণমূল দুষ্কৃতীরা ওই মহিলাদের ওপর হামলা চালায়। এতে দুজন আহত হন। তাদের লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়।
এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আহত দুই মহিলার নাম সাথী হেমরম, কাকলি শর্মা। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই ঘটনায় আরামবাগ থানায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি, বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূল।
বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বিজেপির কর্মীদের তৃণমূল দুষ্কৃতীরা মারধরের হুমকি দিচ্ছিল। আজ সকালে আমাদের দলের দুই মহিলাকে রাস্তায় ধরে বেধড়ক মারধর করে। পুলিশকে জানিয়েছি পুলিশ যদি ব্যবস্থা না নেয়। তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব বলে জানান।