সরকারি প্রচারের পাশাপাশি ভাতজাংলা কালিপুর উচ্চবিদ্যালয়ের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রচার

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২১ জানুয়ারি:
সেফ ড্রাইভ সেভ লাইফ এই নিয়ে দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছে সরকার। কিন্তু সাধারণ মানুষ কি আদৌ সতর্ক হচ্ছে? মাসখানেক আগেই কৃষ্ণনগরে হাইওয়ের ওপর একটি পথ দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। আর এই ঘটনা অনেকটাই নাড়া দিয়েছিল স্কুলের শিক্ষক থেকে ছাত্র ছাত্রীদের। তাই এবারে একটু অভিনব পদ্ধতিতে ভাতজাংলা কালিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বাড়ি বাড়ি গিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার এভাবেই সারছেন।

তাদের শ্লোগান? আগে হেলমেট, পরে গাড়ির চাবি। হতে পারে সে বাড়ির গৃহকর্তা, ছেলে কিংবা মেয়ে প্রত্যেককেই গাড়ির চাবি নিতে গেলে আগে হেলমেট পড়ার বিধান। এ ধরনের প্রচারে পঞ্চায়েতে প্রায় ৫০০টি পরিবারে কাছে যাবার লক্ষ্যমাত্রা রেখেছেন কালিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। সরকারী প্রচার থাকা সত্ত্বেও সেই ভাবে মানুষ সচেতনতা হচ্ছে না। ফলে বারবার তার পরিণাম ভয়াবহ রূপ ধারণ করছে। তাই শুধু প্রচার থাকলেই হবে না মানুষকে নিজেকেই বোঝাতে হবে বা শোধরাতে হবে তবেই একটি ভালো সমাজ গড়ে উঠতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *