দাসপুরে চলন্ত বাসে এক মহিলার কোলে নিজের শিশু কন্যাকে বসিয়ে দিয়ে চম্পট দিল মদ্যপ বাবা

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: চলন্ত বাসে এক মহিলার কোলে শিশুকে বসিয়ে দিয়ে চম্পট দিল মদ্যপ বাবা। দাসপুর থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে শিশুটির বাবার সন্ধান পেয়ে ওই শিশু কন্যাটিকে তার পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করেছে। ওই গুণধর বাবার নাম শ্রীমন্ত রাউৎ। বাড়ি দাসপুর থানার নবীন মনুয়াতে। শনিবার দুপুরের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপুর থানার জগন্নাথপুরের বাসিন্দা মাছ ব্যবসায়ী রেবতী ভুঁইঞা পাঁশকুড়া থেকে ব্যবসার পর ঘাটালে ফিরছিলেন বাসে করে।কনকপুরে এক ব্যক্তি তার শিশু কন্যাকে নিয়ে বাসে ওঠেন এবং ওই শিশু কন্যাটিকে রেবতী ভুঁইঞার কোলে বসানোর জন্য বলেন। তারপর ওই ব্যক্তিটি কোনও একটা জায়গায় নেমে যায়, কিন্তু মহিলাটি তা বুঝতে পারেনি। কিছুক্ষণ পর রেবতী ভুঁইঞা বুঝতে পারেন যে ওই শিশু কন্যার বাবা বাস থেকে নেমে পড়েছেন শিশুটিকে না নিয়ে। যথারীতি সে বাচ্চাটিকে নিয়ে বাড়িতে আসে।

এরপর সে মেচগ্রাম গিয়ে ওই ব্যক্তির খোঁজ করে। কিন্তু তাতেও খোঁজ পাওয়া যায়নি। কয়েকজন ভদ্রলোক বলেছিল যে একজন মদ্যপ ব্যক্তি তার বাচ্চাকে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাইনি।

এরপর রেবতী ভুঁইঞা পাঁশকুড়া থানায় বিষয়টি পুলিশকে জানানোর জন্য যান। পাঁশকুড়া থানা থেকে বলা হয় যেহেতু তার বাড়ি দাসপুর থানাতে তাই দাসপুর থানায় যোগাযোগ করতে। রেবতীদেবী দাসপুর থানায় গিয়ে বিষয়টি বলেন এবং পুলিশ ওই শিশুটিকে দাসপুর হাসপাতালে ভর্তি করে। চাইল্ড লাইনেও খবর দেওয়া হয়। দাসপুর থানার পুলিশ শিশুটির বাবার সন্ধান সঙ্গে করতে শুরু করে। আজ পুলিশ দ্রুততার সাথে ওই শিশুকন্যাটির পরিবারের সাথে যোগাযোগ করে। পরিবারের সাথে যোগাযোগ করার পর বাচ্চাটিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় মেডিক্যাল চেক আপ করানোর জন্য।ওই বাচ্চার কাকিমা, পিসি ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখার পর পুলিশ ওই শিশুকন্যাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *