Seminar, West Midnapur, ক্যারিয়ার কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার পশ্চিম মেদিনীপুরের কালেক্টরেট ক্যাম্পাসে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুলাই: আজ পশ্চিম মেদিনীপুর জেলার কালেক্টরেট ক্যাম্পাসের এসএইচজি মিটিং হলে ক্যারিয়ার কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন), অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত), অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ), মহকুমা শাসক, খড়্গপুর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস উইথ রুরাল ডেভেলপমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান, মেদিনীপুর ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মেদিনীপুর পলিটেকনিক কলেজের অধ্যাপক, মেদিনীপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জেলার জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার শীর্ষস্থানাধিকারী, এনইইটি পরীক্ষায় জেলার কৃতীরা এবং মেদিনীপুর মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্র- ছাত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা তাঁদের অভিজ্ঞতা এবং পড়াশুনার ক্ষেত্রে সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে তাঁদের এগিয়ে যাওয়ার কথা উপস্থিত ছাত্র- ছাত্রীদের সঙ্গে ভাগ করে নেন। ছাত্র- ছাত্রীদের মূল্যবান পরামর্শও দেন তাঁরা। এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *