সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৩০ আগস্ট: সংস্কারের অভাবে বেহাল মছলন্দপুরের গুরুত্বপূর্ণ রাস্তাটি। মছলন্দপুর থেকে তেঁতুলিয়া, হাকিমপুর যাওয়ার প্রায় ২৮ কিলোমিটার রাস্তাটির চরম বেহাল দশা। গোটা রাস্তায় পিচের আস্তরণ উঠে অংসখ্য খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বর্ষণে ওই সব গর্তে জল জমে প্রায় ডোবায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যাতায়াত করাই দুষ্কর।
গুরুত্বপূর্ণ মছলন্দপুর বাসস্ট্যান্ড থেকে তেঁতুলিয়া ও হাকিমপুর যাওয়ার জন্য প্রায় ২৮ কিলোমিটার রাস্তা এবং বাদুড়িয়া থেকে বসিরহাট যাওয়ার ৩২ কিলোমিটার এই রাস্তা লোক জনের যাওয়া আসার জন্য সকলের ভরসা।
প্রতিদিন এই রাস্তা দিয়ে কমবেশী ৫০ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেন। চলে অংসখ্য ট্রেকার, বাস ও পণ্য বোঝাই ট্রাক। খানাখন্দে ভরপুর রাস্তাটিতে হামেশাই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। বেহাল রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন।

সাধারণ মানুষ ও বিজেপি নেতা বরুণ কুমার অধিকারী অভিযোগ করেছেন, দীর্ঘ কয়েকবছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারে পঞ্চায়েত বা জেলা পরিষদ এমনকী পূর্ত দফতরের কোনও হেলদোল নেই। কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হওয়াতেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়েছে। এর ফলে রেলের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও যানবাহন ও মোটরবাইক জীবনের ঝুঁকি নিয়ে মছলন্দপুর বাসস্ট্যান্ড থেকে গেটের পারাপার করতেই হয়।
হাবড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা বলেন, যেখানে রাস্তা খারাপ হয়ে আছে সেটা
পিডব্লুডির মধ্যে নেই, এটা রেলের আন্ডারে। রেলকে অনেকবার এই রাস্তার সংস্কারের কথা বললেও রেল তাতে কোনও কর্ণপাত করেনি। এর আগে ভ্যান্ডার সমিতির কাছ থেকে অনুমতি নিয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করে দেওয়া হয়। আমি ফের রেলকর্তৃপক্ষ ও পঞ্চায়েত গুলিকে জানাবো যাতে তারা দ্রুত রাস্তাটি সংস্কার করার ব্যাপারে উদ্যোগী হয়।


