আমাদের ভারত, ২৭ অক্টোবর: সোমবার ‘ইউনিটিং ওশানস, ওয়ান মেরিটাইম ভিশন: ইন্ডিয়াজ মেরিটাইম স্ট্রাইডস’ নামে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হল। মুম্বাইয়ে ‘ইন্ডিয়া মেরিটাইম সামিট ২০২৫’-এ এটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি।
সূত্রের খবর, যাঁরা বন্দর ও জাহাজ পরিবহন ব্যবসা, আন্তর্জাতিক বিষয় পরিচালনা, বাণিজ্য ও পরিবহন নীতির নকশা, কৌশলগত অধ্যয়ন, জলবায়ু চ্যালেঞ্জ ইত্যাদির সাথে জড়িত, তাঁদের কাছে বইটি অত্যন্ত উপযোগী।
ভারতীয় জাহাজ পরিবহন মন্ত্রণালয় এই বছরের শুরুতে এই সংকলনের দায়িত্ব দেন অর্থনীতিবিদ-অধ্যাপক ডঃ প্রবীর দে-কে। ২২ জন অভিজ্ঞ গবেষক এবং আধ ডজনেরও বেশি সহায়ক ব্যক্তিত্বের একটি দল এই রিপোর্টটি তৈরি করতে তাঁর অধীনে কাজ করেন। সোমবার সংকলনটি উদ্বোধনের সময় প্রবীরবাবুও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে। আগ্রহীরা নিচের লিঙ্ক ব্যবহার করে বিনামূল্যে এটি ডাউনলোড করতে পারেন: https://ris.org.in/sites/default/files/Publication/CMEC_Maritime_Report.pdf

