এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে প্রতারণা, গড়বেতা থেকে ধৃত প্রতারক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ অক্টোবর: পাইপ লাইনের টেন্ডার পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গড়বেতা থেকে আমির আলি নামে এক ব্যক্তিকে পুলিশ গ্ৰেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, মাস দেড়েক আগে হিড়বাঁধ থানার মৃতুঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করে জানান পিএইচই দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে পরিচয় দেওয়া এক প্রতারকের খপ্পরে পড়ে তিনি ষাট হাজার টাকা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হিড়বাঁধ এলাকায় বাড়িতে বাড়িতে পাইপ লাইন সংযোগের টেন্ডার পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা হাতিয়ে নেয় ধৃত প্রতারক। তিনি ঐ টাকা জমা দিয়েছিলেন প্রতারকের অ্যাকাউন্টে। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও ঐ প্রতারকের থেকে কোনো সাড়া না পাওয়ায় তিনি পুলিশের দ্বারস্থ হন।

তদন্তে নেমে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে আমির আলি খানকে গ্রেফতার করেছে। আমির নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। মানুষকে কথার জালে ফাঁসিয়ে টাকা হাতানোতে পটু সে। তার এই অপরাধের জাল কতদূর পর্যন্ত ছড়ানো তার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *