ট্রাক ধর্মঘটের প্রভাব পশ্চিম মেদিনীপুরে, পাম্পগুলিতে তেল নেবার হুড়োহুড়ি, বেশ কিছু জায়গায় ঝোলানো হয় “নো স্টক” বোর্ড

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: কেন্দ্রের তৈরি আইনের বিরোধীতা করে
দেশজুড়ে চলছে ট্রাক চালকদের ধর্মঘট। বুধবার সকাল থেকে এর তীব্র প্রভাব পড়লো পশ্চিম মেদিনীপুর জেলাতেও। সকাল থেকেই মেদিনীপুর শহরের পেট্রোল পাম্পগুলিতে তেল নেবার জন্য হুড়োহুড়ি পড়ে যায় বাইক আরোহীদের। এছাড়াও বেশ কিছু পেট্রোল পাম্পে তেল নেই বলে নো স্টক বোর্ড ঝোলানো হয়েছে।

জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডেও কোনও বাস চালাতে দেওয়া হয়নি। যার ফলে দুর্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। জেলা শাসকের কার্যালয়ের বাইরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ও মিনি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ নেতৃত্ব থেকে সদস্যরা। এরপর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।

যদিও এই আন্দোলন কেন্দ্রের কালা আইনের জন্য বলে দাবি করেন জেলা আইএনটিটিইউসির নেতা পার্থ ঘনা এবং যৌথ নেতৃত্বের পক্ষে রাজু মল্লিক বলেন, এটা কোনও ধর্মঘট নয়, কেন্দ্রের সরকার একটার পর একটা যে কালা আইন পাশ করছে, মানুষ মারার চক্রান্ত করছে, এর জন্য জেলাজুড়ে সমস্ত ট্রান্সপোর্ট সহ পরিবহন দপ্তর বন্ধ রেখে এর তীব্র বিরোধীতা করে বিক্ষোভ দেখাচ্ছে। তবে সাধারণ মানুষের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এর ফলে জেলায় আগত বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের গন্তব্যে পৌঁছাতে প্রচন্ড অসুবিধার সম্মুখীন হতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *