ইসলামের জন্য হারাম করোনার সম্ভাব্য ভ্যাক্সিন, টিকা বয়কটের ডাক ইমামের

আমাদের ভারত, ২ সেপ্টেম্বর: করোনার ছোবলে সারা বিশ্ব ত্রস্ত। এই রোগ থেকে মুক্তি পেতে টিকা তৈরির মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা। মহামারী থেকে উদ্ধার পেতে বিজ্ঞানীদের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ববাসী। কিন্তু এসবের মধ্যেও রয়েছে কুসংস্কারের কালো অন্ধকার। অস্ট্রেলিয়ার প্রথম সারির এক ইমাম অদ্ভুত এক অজুহাত তুলে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন বয়কটের ডাক দিয়েছেন। তার দাবি এই ভ্যাকসিন ইসলামের জন্য “হারাম”।

অস্ট্রেলিয়ার সুফিয়ান খালিফা নামে ওই ইমামের দাবি, ওই ভ্যাকসিনটি তৈরি হয়েছে গর্ভপাত করা শিশুর কোষ থেকে। আর সেই জন্য ওই ভ্যাকসিন ইসলামের জন্য হারাম। তাই মুসলিমদের উচিত এটা বয়কট করা।

তবে শুধু এই ইমাম নন বেশ কয়েকটি ক্যাথলিক সংগঠনও এই একই অজুহাত তুলে করোনার এই টিকাকে বয়কট করার ডাক দিয়েছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে সুফিয়ান বলেছেন, ক্যাথলিকরা এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, কারণ তারা জানেন এটা হারাম, এটা আইনবিরোধী।

এই মুহূর্তে করোনা ভ্যাকসিনের তৈরীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্যোজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন। রাশিয়া সবার আগে করোনার টিকা তৈরির দাবি করলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের একাধিক দেশ তার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনো পর্যন্ত সন্তুষ্ট বেশিরভাগ দেশেই। এই ভ্যাকসিনটি সর্বস্তরের ট্রায়ালের পরে বাজারে আসবে।

ইতিমধ্যেই বিশ্বের বহু দেশ অ্যাস্ট্রজেনেকার সঙ্গে ভ্যাকসিন কেনার জন্য চুক্তিও করে রেখেছে। সে তালিকায় রয়েছে অস্ট্রেলিয়ার সরকারও। টিকার আড়াই কোটি ডোজ কেনার জন্য অগ্রিম দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া । আর এতেই আপত্তি তুলেছেন ওই ইমামের।

সুফিয়ান খালিফা নামে ওই ইমামের দাবি অক্সফোর্ডের এই ভ্যাকসিন মুসলিমদের জন্য হারাম। কারণ এটি গর্ভপাতের সময় মৃত শিশুর কোষ দিয়ে তৈরি। আর সেই জন্যেই মুসলিমদের এটি ব্যবহার করা উচিত নয়। সে আরো বলেছে যে মুসলিম সংগঠনগুলি এই ভ্যাকসিনের ব্যবহার কে সমর্থন করছে তাদের লজ্জা হওয়া উচিত। যারা এই সমর্থনের ফতোয়ার পক্ষে সই করছেন,তাদেরকে ধিক্কার জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *