আমাদের ভারত, ৩০ সেপ্টেম্বর: দুর্গাপুজোর মণ্ডপ অপবিত্র করার অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি দাবি করেছেন, কোচবিহারের শীতলকুচিতে নির্মীয়মান দুর্গা মন্ডপে গবাদি পশুর কাটা মাথা রেখে গিয়েছে কেউ বা কারা। এই ঘটনাকে এক রকম হুমকি বলেই উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে পুলিশকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
একটি ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, ঘৃণ্য জঘন্য পদ্ধতিতে সীমান্ত পারের চরমপন্থী সাম্প্রদায়িক নিপীড়নকে আমদানি করার চেষ্টা করছে কিছু দুষ্কৃতি। বাংলাদেশের কাজকর্মে অনুপ্রাণিত হয়ে দুর্গা পুজোর উৎসব মুখরতাকে মলিন করতে ও সীমান্তবর্তী এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে এই কাজ করছে পশ্চিমবঙ্গের দুষ্কৃতিরা কোচবিহারে শীতলকুচি খলিশামারিতে।
বিজেপি নেতা লিখেছেন, ওই এলাকায় নির্মীয়মান দুর্গা পুজোর প্যান্ডেলে একটি গবাদি পশুর কাটা মাথা উদ্ধার হয়েছে। আমি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ও কোচবিহারের পুলিশ সুপার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনাকে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি। যাতে এই প্রবণতাকে অঙ্কুরেই বিনাশ করা যায়।
সোমবার সকালে খলিসামারির ওই নির্মীয়মান পুজো মণ্ডপে গবাদি পশুর মাথাটি দেখা যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ।