আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৭ সেপ্টেম্বর: ফের বে-আইনিভাবে মজুত কয়লা উদ্ধার করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় দুবরাজপুর থানার ঘাটগোপালপুর গ্রামে জঙ্গল ঘেরা এলাকায় ওই কয়লা মজুত আছে। বাজেয়াপ্ত হওয়া কয়লার পরিমাণ ৫০ মেট্রিকটন বলে জানা গিয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খয়রাশোল এলাকায় বেশ কয়েকটি বে-আইনি খোলামুখ কয়লা খাদান রয়েছে। কিছু মানুষ সেখান থেকে কয়লা তুলে মোটরবাইক কিংবা ভ্যানে ওই এলাকায় মজুত করত। এরপর রাতের অন্ধকারে বিভিন্ন আড়তে পৌঁছে যেত সেই কয়লা। স্থানীয়দের দাবি, কয়লা নিয়ে সিবিআই তৎপরতার পর বীরভূম জেলা পুলিশেরও তৎপরতা বেড়েছে।

