আমাদের ভারত, মালদা, ২০ ডিসেম্বর: বেআইনি ভাবে টেন্ডার করার অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের। এই বিষয়টি জানিয়ে বিডিও ও জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন ঠিকাদাররা। তাদের অভিযোগ, নিয়ম বহির্ভূত ভাবে টেন্ডার করেছেন পঞ্চায়েত প্রধান মোবারক হোসেন।
জানা গিয়েছে, দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে সম্প্রতি রাস্তাঘাট সহ এলাকার উন্নয়নের বেশ কিছু কাজের জন্য টেন্ডার ডাকা হয়। সেখানে গ্রাম পঞ্চায়েত দপ্তরের মধ্যে ভাঙ্গচুর চালানো হয়। বাতিল করে দেওয়া হয় টেন্ডার প্রক্রিয়া। সম্প্রতি আবারও সেই টেন্ডার ডাকা হয় সেখানে গোপনে ১৪ থেকে ১৬ তারিখ সময় নির্ধারণ করা হয়। কিন্তু এই প্রক্রিয়ায় সাতদিন সময় দিতে হয়। সেই সময় না দিয়ে অবৈধ ভাবে পঞ্চায়েত প্রধান নিজের আত্মীয় স্বজনদের নিয়ে টেন্ডার করেন। যা সম্পূর্ণ বেআইনি।
এক ঠিকাদার জানান, অবৈধ ভাবে টেন্ডার প্রক্রিয়া করার ফলে আমরা কাজ পাচ্ছি না। তাই আমরা জেলাশাসকের দ্বারস্থ হয়েছি। অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া বাতিল করে নতুন করে সবাই যাতে কাজ পায় সেই মতো টেন্ডার প্রক্রিয়া করতে হবে।
জেলাশাসক রাজর্ষি সূত্র জানান, অভিযোগ ক্ষতিয়ে দেখা হচ্ছে।