আমাদের ভারত, ২৫ অক্টোবর: অবৈধ মাদ্রাসাগুলিকে দৈনিক ১০ হাজার টাকা জরিমানার মুখে পড়তে হবে, এমনই নির্দেশ জারি হয়েছে উত্তরপ্রদেশে। মোজাফফর নগরে জারি হয়েছে এই নতুন নির্দেশিকা।
রাজ্যের বুনিয়াদি শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যথাযথ ভাবে রেজিস্ট্রেশন করানো হয়নি এমন মাদ্রাসাগুলিকে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। আর সেটা দিতে হবে নোটিশ জারির তিন দিনের মধ্যে। যদি তারা সেটা না করতে পারে তাহলে কড়া পদক্ষেপের মুখে পড়তে হবে। এক্ষেত্রে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে দৈনিক ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
উত্তরপ্রদেশে মাদ্রাসার সংখ্যা ২৪ হাজার। এর মধ্যে ৮ হাজার মাদ্রাসা বৈধ। বাকি ১৬ হাজার মাদ্রাসা অবৈধ। এই পরিস্থিতিতে এই নয়া নির্দেশিকা জারি হল।
এই নোটিশ নিয়ে সরব হয়েছে জমিয়েত উলেমা ই- হিন্দ নামক এক মুসলিম সংগঠন। তারা এই নির্দেশকে বেআইনি বলে অভিযোগ করেছে। সংগঠনের সেক্রেটারি মৌলানা জাকির হোসেন বলেছেন, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করতেই এই অবৈধ নোটিশ জারি করা হয়েছে।