আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ এপ্রিল: সোমবার সকালে খড়্গপুরে এক আইআইটি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে খড়গপুর আইআইটির তিরিশ নম্বর ওয়ার্ডের আম্বেদকর হল থেকে কণ্ডলারো ভবানীভাটলা নামে এক আইআইটি পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খড়গপুর টাউন থানার পুলিশ।
জানাগিয়েছে, মৃত পড়ুয়া খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। তার বাড়ি অন্ধ্রপ্রদেশে। সোমবার সকাল ন’টা থেকে দশটার মধ্যে ছাত্রটি তার হোস্টেলের ঘরে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।