পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ
জুডিশিয়াল সায়েন্সের সঙ্গে মৌ স্বাক্ষর হল আইআইটি খড়্গপুরের। শিক্ষাগত ও গবেষণাগত ক্ষেত্রে পারস্পরিত আদান-প্রদান ও সাহায্যের জন্য শুক্রবার এই মৌ স্বাক্ষরিত হয়। এই মৌ স্বাক্ষরের মাধ্যমে শিক্ষাগত আদান-প্রদান ছাড়াও আইন, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, কারিগরি প্রভৃতি সম্পর্কিত বিভিন্ন সার্টিফিকেট ও ডিপ্লোমা পাঠক্রম পরিচালিত হবে দুই প্রতিষ্ঠানের মাধ্যমে যৌথ ভাবে৷
আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভিকে তিওয়ারি জানান, “এই পারস্পরিক আদান-প্রদান গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচনে এবং আইন ও কারিগরী উভয়ের উত্তরণে সহায়ক হবে৷” পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের ভাইস চ্যান্সেলর ডঃ নির্মলকান্তি চক্রবর্তী জানিয়েছেন, “এই মৌ স্বাক্ষর দুই প্রতিষ্ঠানকে আইন ও কারিগরি ক্ষেত্রে শিক্ষাগত আদান প্রদান ও গবেষণার সুযোগ দেবে৷” এই মৌ দুই প্রতিষ্ঠানেরই পারস্পরিক উন্নতিতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সের ভাইস চ্যান্সেলর ডঃ নির্মলকান্তি চক্রবর্তী, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর ভিকে তিওয়ারি, রাজীব গান্ধী স্কুল অফ ইন্টলেকচুয়াল প্রপার্টি ল-এর ডিন দিপা দুবে প্রমুখরা।