আমাদের ভারত, হুগলী, ৩১ আগস্ট: লকডাউন উপেক্ষা করে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে চলল সালিশি সভা। আর এই ঘটনাকে কেন্দ্র করে করেই উঠছে বিস্তর প্রশ্ন।

যেখানে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশে পালিত হচ্ছে লকডাউন, সেখানে হুগলীর সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে সোমবার লকডাউন না মেনে দিব্বি পঞ্চায়েত কার্যালয় খুলে রেখে করা হল শালিসি সভা।

এলাকাবাসীদের অভিযোগ, হুগলির নসিবপুর পঞ্চায়েতের গিয়ে দেখা গেল সরকারি নির্দেশ উপেক্ষা করে দূরত্ব বজায় না রেখে দিব্বি কার্যালয় খুলে রেখে শালিসি সভা করলেন নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা এবং ঐ পঞ্চায়েতের সদস্যরা। লকডাউনে যেখানে হুগলী জেলার বিভিন্ন জায়গায় পুলিশকে দেখা গেল অতিসক্রিয় ভূমিকায়, যেখানে সাধারণ মানুষকে রাস্তায় বেরলেই পড়তে হচ্ছে পুলিশের শাস্তির মুখে, সেখানে নসিবপুর পঞ্চায়েতে লকডাউনের দিন সালিশি সভা নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।

