কম বয়সীরা টিকা নিলে হতে পারে রক্তের আকাল, আশঙ্কায় স্বাস্থ্য দফতর

রাজেন রায়, কলকাতা, ২৮ এপ্রিল: ১মে গোটা
দেশজুড়ে ১৮ বছর বা তার বেশি বয়সী কারও কোভিড ভ্যাকসিন নিতে আর কোনও বাধা থাকছে না। আর তার জন্যে শুক্রবার থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন। কিন্তু এর মধ্যেই আশঙ্কার অন্য মেঘ দেখতে শুরু করেছেন স্বাস্থ্য কর্তারা।

প্রত্যেকবারই গরমে হয় রক্তের সঙ্কট‌। এবার সেই সঙ্কট কোথায় গিয়ে ঠেকবে? করোনা টিকাকরণ এই সমস্যাকে ঠিক কতটা বাড়িয়ে দেবে? ইতিমধ্যেই চিন্তা শুরু করেছেন স্বাস্থ্যকর্তারা।

টিকাকরণ বিধিতে স্পষ্টই বলা হচ্ছে, ভ্যাকসিন নেওয়ার পর ২৮ দিনের মধ্যে কোনও ভাবেই রক্তদান করা চলবে না। এই সময়সীমা পার হতে না হতেই চলে আসছে দ্বিতীয় ডোজের সময়। ফলে রক্তদাতা রক্ত দিতে পারবেন না দু’মাসেরও বেশি সময়।

এদিকে প্রতি বছর গরমে যে রক্তের সঙ্কট দেখা দেয়, তা থেকে রাজ্যবাসীকে বাঁচাতে এই সময়টাতেই রাজ্যজুড়ে রক্তদান চলে। আর তাতে মুখ্য ভূমিকা নেন ১৮-৪৫ বছর বয়সিরাই। এবার একদিকে কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে যেমন রক্তদান আয়োজন করা করা সম্ভব হচ্ছে না, তেমনই প্রাণে বাঁচতে তরুণ প্রজন্ম ভ্যাকসিন নিলে রক্তদানের পথও বন্ধ হচ্ছে। ভয়টা সেখানেই, দু’মাস কী ভাবে সামাল দেওয়া হবে, লক্ষ লক্ষ থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যানসারের রোগী সঠিক সময়ে রক্ত পাবেন তো? অক্সিজেনের সঙ্কট সামাল দিতে না দিতে রাজ্যে যদি রক্ত সঙ্কট দেখা দেয়?

কলকাতা-সহ জেলায় জেলায় পাঁচ বছরের বেশি সময় ধরে প্রয়োজন অনুযায়ী রক্তের যোগান দিয়ে আসছে ব্লাডমেটস। চিন্তার ভাঁজ এই সংস্থার প্রতিনিধিদের কপালেও। সংস্থার সক্রিয় সদস্য সোয়েল মীর বললেন, “আমাদের কম বেশি দেড়শো সদস্য রয়েছেন। প্রতিটি জেলায় আমাদের প্রতিনিধিরা কাজ করছেন। একটা বড় সমস্যা তৈরি হতে পারে আন্দাজ করেই আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাচ্ছি, লোককে রক্ত দিতে বলছি টিকা নেওয়ার আগেই। করোনার প্রথম ধাক্কায় আমরা ১০০-র বেশি ক্যাম্প করেছিলাম। তবে এখন আমরা এখন ছোট ছোট ইনহাউজ ক্যাম্প করছি।’

থ্যালাসেমিক গার্ডিয়ান অ্যাসোশিয়ানের পরিচালন সমিতির সদস্য পুষ্পেন্দুবিকাশ আচার্য বলেন,’থ্যালাসেমিয়ায় আক্রান্তরা দু’সপ্তাহে একবার রক্ত নেন। এক্ষেত্রে ১৮ বছর থেকে ৪৫ বছর বয়সিরা টিকা নিচ্ছেন মানে তিন থেকে সাড়ে তিন মাস একজন ডোনার রক্ত দিতে পারবেন না। সে কারণে বিরাট অসুবিধেয় পড়তে পারেন রাজ্যের থ্যালাসেমিয়া রোগীরা। আমরা জাতীয় রক্ত সঞ্চালন কাউন্সিলে মেইল দকরেছিলাম বিষয়টিকে সবিস্তারে জানিয়ে। ‌রেডক্রস, এফডিএ-এর উদাহরণ সামনে রেখে আমরা বলেছি বহু জায়গাতেই রক্তদানে বিধিনিষেধ নেই। কিন্তু এখনও কোনও নতুন গাইডলাইন পাইনি। আমরা চেষ্টা করছি ডোনাররা যাতে টিকাকরণের আগেই রক্ত দেন তা সুনিশ্চিত করতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *