Tathagat, Leftist, বাঙালি-বামপন্থা উৎখাত করতে বলপ্রয়োগের নিদান দিলেন তথাগত

আমাদের ভারত, ৪ মার্চ: “বাঙালি-বামপন্থা উৎখাত করতে গেলে বলপ্রয়োগ ছাড়া উপায় নেই।” যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে এই মন্তব্য পোষণ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এসএফআই, এআইডিএসও, আইসা, ওয়েবকুপা, সকলকে নিয়ে যাদবপুরে ছয়লাপ। সকলেই কোনো না কোনো অন্য দলের বিরুদ্ধে অভিযোগে সোচ্চার। নির্বাচন কেন হচ্ছে না, গাড়ি কেন চাপা দিল, এই সব ‘প্রতিবাদী’ আওয়াজে যাদবপুর উত্তাল।

এই সবের মধ্যে দিয়ে দুটি স্রোত বহমান। প্রবল স্রোত বামপন্থার – লাল বামপন্থা, দিদিমার বামপন্থা, দুয়েরই। কেবল একটি ক্ষীণ স্রোত প্রায় শুকিয়ে এসেছে। যে উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় তৈরী সেই বিদ্যাদান ও বিদ্যার্জনের কি হচ্ছে?

কিছু না, কারণ বাঙালি-বামপন্থাকে সমূলে উৎখাত না করতে পারলে লেখাপড়া হবে না। বাঙালি-বামপন্থা মানে বিশৃঙ্খলা, নৈরাজ্য, মারামারি, খুন- জখম, মিটিং-মিছিল, ইত্যাদি। একে উৎখাত করতে গেলে বলপ্রয়োগ ছাড়া উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *