বুথ দখল করলে হাত-পা ভেঙ্গে চুরমার করে দেবেন, প্রকাশ্য জনসভায় হুঙ্কার মদনের

আমাদের ভারত, হাবড়া, ১৩ ফেব্রুয়ারি: ভোটের দিন বুথ দখল করতে আসলে হাত-পা ভেঙ্গে চুরমার করে দেবেন। শনিবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় দলীয় জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে এমনই হুংকার দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এদিন তিনি বলেন, ‘ভোটের দিন বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা গায়ের জোরে বুথ দখল করতে এলে শুধু হাতের কবজি নয়, হাত থেকে পা ভেঙ্গে চুরমার করে দেবেন। তাতে কেস দিলে দেবে।’ মদনের আরও সংযোজন, ‘মা-বোনেদের উদ্দেশে বলছি, ভোটের দিন আপনি হাতা-খুন্তি নিয়ে ভোট দিয়ে যাবেন। খালি হাতে কেউ ভোট দিতে যাবেন না।’

এদিন প্রাক্তন পরিবহণমন্ত্রী বিজেপির উদ্দেশে হুমকি দিয়ে আরও বলেন, ‘কয়েকদিন পরেই ভোট ঘোষণা হবে। তারপর খেলা শুরু হবে। তোমরা যেখান থেকে মাল নেবে, আমরাও সেখান থেকে মাল নেব। তোমাদেরগুলো ফুটবে না। শুধু ধোঁয়া বেরোবে। ফুটবে আমাদেরগুলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *