পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ মে: নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের শাসক দলকে কড়া হুঁশিয়ারি দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আজ তিনি পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার অন্তর্গত ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চলের খালিনা বুথ এলাকায় নির্বাচনী প্রচারে যান।
প্রচার চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূলের হার্মাদ বাহিনীদের বলছি সতর্ক হয়ে যান। অগ্নিমিত্রা পাল মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতছে। আর জেতার পর আপনাদের কী ব্যবস্থা করতে হয় আমার সব জানা আছে। আপনাদের সব ব্যবস্থা হবে, অপেক্ষা করুন।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সঙ্গে আমি আছি”, যদি কেউ গায়ে হাত দেয় আগুন জ্বালিয়ে রেখে দেবো। আমার সমর্থকদের গায়ে হাত দিলে আমি স্তব্ধ করে রেখে দেবো নারায়ণগড়। এটা কান খুলে শুনে নিন তৃণমূলের নেতারা যারা এখানে আছেন।