পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর: বৃহস্পতিবার মেদিনীপুর শহরে প্রাতঃভ্রমণ সারতে এসে ফের তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শহরের জর্জকোর্ট এলাকা ঘুরে দেখার পর কর্মীদের সঙ্গে চা চক্রে বসেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে নিয়ে কড়া মন্তব্য করেন তিনি।

অভিষেকের ‘এস আই আর’ মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কাগজ দেখাব না বললে নির্বাচন কমিশনের ঘাড় ধাক্কা খেতে হবে! টিএমসি নেতারা সব সময় এমন ফালতু ফুটানি মারে।” এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “ তৃণমূল রাস্তার দল, ওরা জানে না কীভাবে গণতন্ত্র চলে।”
প্রদীপ করের মৃত্যুর ঘটনাকেও ঘিরে বিস্ফোরক অভিযোগ করেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “একটা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তার হাতে কাগজ থাকবে কী করে? জানালা ভাঙ্গা ছিল, সেখানে গিয়ে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী ব্যক্তির হাতে কাগজ গুঁজে দেওয়া হয়েছে।” রাজনৈতিক মহলে তাঁর এই মন্তব্যে ফের তোলপাড় শুরু হয়েছে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কটাক্ষে কার্যত নতুন করে চড়ছে মেদিনীপুরের রাজনীতির পারদ।

