আমার গাড়ি আটকাতে এলে এলআইসি করে আসবেন, বললেন দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৯ নভেম্বর: শিক্ষা ক্ষেত্রে শাসকদলের দুর্নীতি, স্বাস্থ্য ক্ষেত্রে বেহাল দশা, অবৈধভাবে সুবর্ণরেখার বালি প্রচারও বিজেপি কর্মীর উপর মিথ্যা মামলা এবং অত্যাচারের অভিযোগে বিজেপির ডাকে প্রতিবাদ সভা হয় কেশিয়াড়ির নছিপুরে। এই সভার আগে একটি বড় মিছিল হয়।

এদিনের এই মিছিল বিষ্ণুনগর থেকে শুরু হয়ে নছিপুর বাসস্ট্যান্ডে শেষ হয়। এরপর নছিপুর বাজারে সভা হয়। এদিনের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ।তিনি শাসক দলের নেতা কর্মীদের আক্রমণ করেন। দিন কয়েক আগে প্রাতঃভ্রমণে রাস্তায় বেরিয়ে তৃণমূল দ্বারা আক্রান্ত হয় এই বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। তাকে দেখে গো ব্যাক, গো ব্যাক শ্লোগান দিতে থাকে তৃণমূলের একাংশ। সেই ঘটনা টেনে ধরে এদিন বক্তব্যে বলেন, আমি কয়েকদিন আগে যখন বেরিয়েছিলাম আমার পেছনে তৃণমূলের লোকগুলো ঘেউ ঘেউ করে গোটা রাস্তা স্লোগান দিয়েছে। যারা কোনদিন সকালে ওঠে না তারা আমাকে দেখে উঠে পড়েছে এবং তাদেরকেও আমি এক ঘন্টা ধরে ঘুরিয়েছি। সেইসব তৃণমূলী মেয়েরা আমাকে দেখে গো ব্যাক করছে আবার ছবিও তুলছিল যা এক বিচিত্র ব্যাপার।

সেই সব চোর ছাঁচ্ছড়দের বলতে চাই এটা আমাদের জায়গা। এই খানের মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছে। দু’চারটা চোর আমাদের গো ব্যাক বলবে আর আমরা চলে যাব তা হতে পারে না। আমি তাদের বলতে চাই খুব সাবধান। বাপের জমিদারি নয়, কাউলকে ছেড়ে কথা বলব না।

তাদেরই কিছু চামচা আজ আমার আসার সময় গাড়ি আটকেছিল তাদের বলছি, ”খবরদার কোনো দিন বিজেপির গাড়ি আটকাবেন না, ওপর দিয়ে চলে যাবে, বাবা মায়ের কোল খালি হয়ে যাবে। প্রয়োজন হলে LIC করে আসবেন। সারা ভারত জুড়ে আমরা রোজ কাজ করছি কোথাও গাড়ি আটকায় না, আমরা কারো প্রচারে বাধা দিই না। তাহলে আমাদের দেখে এত জ্বলার কারণ কি? হবে,কাউকে ছাড়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *