আমাদের ভারত, ২৬ নভেম্বর: ধর্ম বদলে নিলেই ভূত পালাবে। দিনের পর দিন এই রকম টোপ দিয়ে বহু হিন্দুকে ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করেছে এক মৌলবী। উত্তরপ্রদেশের বাসিন্দা ঐ ব্যক্তি এলাকায় ভূত তাড়ানোর ওঝা হিসেবে পরিচিত। অভিযুক্ত মৌলবীকে গ্রেফতার করছে যোগী রাজ্যের পুলিশ।
সম্প্রতি এক মহিলা অদ্ভূত আচরণ করছিলেন। হঠাৎ করে তিনি হেঁসে উঠছিলেন, আবার কখনো কেঁদে উঠছিলেন। প্রতিবেশীদের পরামর্শ মেনে ওই মৌলবীর কাছে যান অসুস্থ মহিলা। অভিযোগ, ভূত তাড়ানোর নামে মৌলবী মহিলা ধর্ম পরিবর্তন করেন। মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে মৌলবীকে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৌলবীর নাম সরফরাজ। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অক্ষয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি। স্থানীয় থানায় দায়ের করা অভিযোগে অক্ষয় জানিয়েছেন, ২০১৭ সাল থেকে তার মা মিনু শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। প্রতিবেশীদের পরামর্শে মৌলবী সরফরাজের কাছে গিয়েছিলেন মিনু। মৌলবী ভূত তাড়ানোর জন্য বাড়ি থেকে দেব দেবীর ছবি সরিয়ে ফেলতে বলেন প্রথমে। মিনু সেই কাজ করলে তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করা হয়। এমনকি ছেলে এবং বাড়ির অন্যদেরও ধর্ম বদলে ফেলতে চাপ দেন সরফরাজ।
এসিপি রবি কুমার সিং জানান, গ্রেপ্তার করা হয়েছে সরফরাজকে। ওই মৌলবী স্বীকার করেছেন, আট বছর ধরে সে ওঝার কাজ করছে। এর আগে ভূত তাড়ানোর নাম করেও অনেকগুলি ধর্মান্তকরণ করেছে সে। তার বিরুদ্ধে অবৈধ ধর্মান্তকরণ আইনে মামলা রুজু হয়েছে।