Tathagata, Bengali Hindu, “তার থেকে উত্তরণ না ঘটাতে পারলে বাঙালি হিন্দুর বিলুপ্তি অবশ্যম্ভাবী,” কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ১৭ অক্টোবর: “মোহনদাস গান্ধী- বামপন্থী প্রবর্তিত ভন্ড মূল্যবোধের ফলে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যে হিন্দুর জন্য একরকম, মুসলমানের জন্য অন্যরকম মাপকাঠির ব্যবহার চালু হয়েছে তার থেকে উত্তরণ না ঘটাতে পারলে বাঙালি হিন্দুর বিলুপ্তি অবশ্যম্ভাবী।” বিপ্লবী ইলা মিত্রের কথা স্মরণ করতে গিয়ে এ কথা বললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

একটি বহুল প্রচারিত দৈনিকে ইলা মিত্র সম্বন্ধে উত্তর-সম্পাদকীয় প্রকাশিত হয়েছে। শুক্রবার তথাগতবাবু এক্সবার্তায় সেটির উল্লেখ করে লিখেছেন, “সেই একই গল্প প্রবন্ধে, ‘প্রকৃত মূল্যায়ন হয়েছে কি’? না, হয়নি। রাজশাহী আদালতে দেওয়া ইলা মিত্রের জবানী অনুযায়ী নাচোল থানায় তাঁকে উলঙ্গ করে তাঁর যোনিপথে ফুটন্ত জল থেকে তুলে গরম ডিম ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই মধ্যযুগীয় নৃশংসতার পরেও কিন্তু থানার দারোগার শাস্তি হয়নি, হয়েছিল ইলা মিত্রের। তাঁকে চট্টগ্রাম জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কারণ ইলা মিত্র হিন্দু (যদিও কম্যুনিস্ট), থানার দারোগা মুসলমান।

ডাঃ বিধানচন্দ্র রায় বহু চেষ্টা করে ইলা মিত্রকে ভারতে নিয়ে আসেন। তারপর আগমার্কা কম্যুনিস্টের মত ইলা মিত্র সব ঘটনা চেপে যান।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *