নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১ জুলাই: দিলীপ ঘোষের উপর আক্রমনকারি ওয়াসিম গাজিকে গ্রেফতার না করলে রাজ্যের মন্ত্রীদের ঘেরাওয়ের হুমকি দিলেন সৌমিত্র খাঁ। যুবমোর্চার রাজ্য সভাপতি বলেন, রাজ্য পুলিশকে তিনদিন সময় দিলাম। তারমধ্যে আপনাদের গ্রেফতার করতে হবে। না হলে রাজ্যের মন্ত্রীদের পথ অবরুদ্ধ করে দেবে যুবমোর্চার কর্মীরা।
পাশাপাশি যুবমোর্চার কর্মীরা নবান্ন ঘেরাও করবে বলে হুমকি দিয়েছেন সৌমিত্র খাঁ।
তিনি বলেন, ওয়াসিম গাজির হামলার জবাব দিতে পারে বিজেপি। কিন্তু বিজেপি কোনও অশান্তি চায় না। তাই পুলিশকে সময় দিচ্ছে। যদি পুলিশ ব্যাবস্থা না নেয়, তাহলে যুবমোর্চা পথে নামবে। এখন দেখার গাজির বিরুদ্ধে কি ব্যাবস্থা নেওয়া হয়।