তৃণমূল ক্ষমতা হারালে এদের হকারি করতে হবে, বনগাঁয় তৃণমূল নেতার সমালোচনা করে বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ নভেম্বর:
উত্তর ২৪ পরগনার বনগাঁতে প্রাতঃভ্রমণে চায় পে চর্চা কর্মসূচিতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষকে পাগল বলে ছিলেন। তার উত্তর দিতে গিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমার বাক্যবাণ ওদের সহ্য হচ্ছে না, সত্য বলার সাহস সবার নেই। এদিন দিলীপ ঘোষ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে তীব্র ভাষায় আক্রমন করেন। তিনি বলেন, “উনি আহাম্মক, নন সেন্স, ওর জন প্রতিনিধি থাকার যোগ্যতা নেই। তৃণমূল ক্ষমতা হারালে এদের হকারি করতে হবে। এরাই তৃণমূলের কফিনে শেষ পেরেক পুঁতে দেবে।”

বিজেপির যোগদান মেলা দলীয় কর্মসূচি কে সামনে রেখে বৃহস্পতিবার রাতেই বনগাঁ শহরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে কয়েকশ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বনগাঁ সার্কিট হাউস থেকে বেরিয়ে মতিগঞ্জ বাটার মোড় হয়ে ত্রিকোণ মোড়ে শেষ হয় দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ। পরবর্তীতে কর্মীদের সাথে আলাপ পরিচয় এবং সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন চায় পে চর্চার মাধ্যমে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক প্রশ্নের উত্তর দেন। ২০২১ বিধানসভা ভোটের রেজাল্ট নিয়ে বলেন একুশের ভোটেই মানুষ ওদের যোগ্য জবাব দেবে।
বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত, এই প্রসঙ্গে তিনি বলেন, এইসব তথ্য আর কাজ হবে না বাংলার মানুষ এসব মেনে নেবে না। ওরা ভোট করতে ভয় পায়। কর্পোরেশন ভোটে যাচ্ছে না। পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ করছে। ২০২১ এর ভোটে মানুষ ওদের বিদায় করে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *