Tathagata, Kunal, মিথ্যে কথা বলার পুরস্কার থাকলে পেত কুনাল, কটাক্ষ তথাগতর

আমাদের ভারত, ৭ সেপ্টেম্বর: “নির্জলা মিথ্যে কথা বলার যদি কোনো প্রাইজ থাকত তাহলে জামিনে খালাস (জেকে) কুনাল সেটা প্রতি বছর পেত।” রবিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু লিখেছেন, “বোকার মত ‘কিছু বুঝলেন, কিছু বুঝলেন’ আউড়ে জেকে কুনাল বোঝাবার চেষ্টা করছে অন্য রাজ্যে ভালভাবে পরীক্ষা হয় না বলে নাকি সেখান থেকে পরীক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে চলে এসেছে!

পরীক্ষা হচ্ছে কেন? কারণ তৃণমূলীরা চুরি করেছিল, ঘুষ খেয়ে সাদা ওএমআর শিট ওলাদের চাকরি দিতে যাচ্ছিল। তার জন্য একটা মন্ত্রী সমেত আরো কিছু চোর জেলে ঢুকেছে।তারপর মহামান্য আদালতের থাপ্পড় খেয়ে পরীক্ষা নিচ্ছে।

আর যে পরিযায়ী শ্রমিকদের (বিশেষ করে বাংলাদেশি ঘুসপেটগুলোর) দুঃখে মমতা সারাক্ষন নাকে কাঁদেন সেই পরিযায়ীরা পশ্চিমবঙ্গে চাকরি পেলে অন্য রাজ্যে যেত?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *