সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জুন: রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, স্বাধীনতার পর থেকে বেহাল অবস্থায় রাস্তা। যা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে রাস্তার দাবিতে অবরোধ, বিক্ষোভ করছেন, কিন্তু প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি। তাই বাসিন্দারা জানিয়েছেন রাস্তা না হলে তারা ভোট দেবেন না। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের চড়ুইগাছি এলাকার।
গ্রামবাসীরা জানিয়েছেন, একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু শুধু প্রতিশ্রুতি মিলেছে বাস্তবে কোনো কাজ হয়নি। সেই কারণেই তারা ভোট বয়কটের ডাক দিয়েছে। প্রায় দুই কিলোমিটার এই রাস্তা। এই রাস্তার উপর নির্ভর করে যাতায়াত করে চড়ুইগাছি সহ পদ্মপুকুর, নওদাপাড়া এবং পাঁচবেরে গ্রামের মানুষ। এই বিষয়ে তৃণমূল নেতা জাবেদ খান বলেন, বিষয়টি আমরা অবশ্যই খতিয়ে দেখব এবং প্রধানের সঙ্গে আলোচনা করব যাতে দ্রুত এই রাস্তার কাজ শুরু হয় দেখবো। বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্যান্য রাস্তায় কাজ হয়ে গিয়েছে, ইটও পড়েছে শুধু এই রাস্তাটা হচ্ছে না এর জন্য সম্পূর্ণ দায়ী পঞ্চায়েত প্রধান এমনটাই জানালেন বিজেপি নেতা দেবব্রত ঢালী।

এদিন দুপুরের পর থেকে প্রায় চার ঘন্টা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তারা বলেন, ভোটের আগে গ্রামে গ্রামে নেতাদের দেখা যায়, ভোট পেরিয়ে গেলে আর কোনো নেতার দেখা মেলে না। তাঁদের দাবি না মানলে গ্রামের একটা মানুষও ভোট দিতে যাবে বলে হুঁশিয়ারি দেন গ্রামের মানুষ।

