পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদি সরকার হলে গুজরাটের মত এখানেও স্কুলের পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করা হবে: শুভেন্দু অধিকারী

পার্থ খাঁড়া
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: গুজরাটে যেমন পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত হয়েছে, আগামী দিনে পশ্চিমবঙ্গে জনগণের আশীর্বাদে রাষ্ট্রবাদি সরকার হলে এখানেও স্কুলে পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত করা হবে, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবির এবং জাতীয় পতাকা বিতরণ সহ গীতা বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দু অধিকারী প্রথমে শহরের প্রাণকেন্দ্রে বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান ও পুষ্প অর্পণ করেন, পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। গরু পাচার প্রসঙ্গ নিয়ে বীরভূমের জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এক হাত নেন বিরোধী দলনেতা।

এদিনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *