Tribals, Movement, “১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে আদিবাসীরা”

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২১ সেপ্টেম্বর: পনের দিনের মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে আদিবাসী সমাজ। সপ্তম শ্রেণির ছাত্রী খুনে আদিবাসী সমাজের প্রতিবাদ সভা থেকে এমনই হুমকি দিলেন ভারত জাকাত মাঝি পরগণার নেতা ঘাসিরাম হেমরম।

প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর রাতে বীরভূমের রামপুরহাট থানার কালীডাঙ্গা সেচখাল থেকে এক তরুণীর পচাগলা মৃতদেহের একাংশ উদ্ধার করে পুলিশ। ২০ দিন থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল বলে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ছাত্রীকে কয়েক টুকরো করে সেচখালে ফেলে দেওয়া হয়েছিল বলে খবর। এখনও দুটি পা এবং কোমরের নিম্নাংশ খুঁজে পায়নি পুলিশ। এই ঘটনায় শ্যামপাহাড়ি শ্রীরামকৃষ্ণ শিক্ষাপীঠের ভৌতবিজ্ঞানের শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মৃতদেহের একাংশের খোঁজ পাওয়া যায় বলে দাবি পুলিশের। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ঝাড়খণ্ড সীমান্তে বীরভূমের রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামে। ১৭ সেপ্টেম্বর সকাল থেকে দু’ দিন ধরে রামপুরহাট – দুমকা ১১৪ এ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় আদিবাসী সমাজ। পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়। রবিবার গ্রামে আসিবাসী সমাজ প্রতিবাদ সভার ডাক দেয়। সেখানে আদিবাসীদের সমস্ত সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ঝাড়খণ্ড থেকেও বহু আদিবাসী মানুষ সভায় উপস্থিত হয়েছিলেন।

ভারত জাকাত মাঝি পরগণার নেতা ঘাসিরাম হেমরম বলেন, “আমরা প্রশাসনের কাছে কয়েকটি দাবি পত্র জমা দিয়েছি। ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে আমরা রাজ্যজুড়ে আন্দোলনে নামব”। তাঁর দাবি, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল অভিযুক্ত শিক্ষক। কিন্তু ছাত্রী মেনে না নেওয়ায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ভাড়া বাড়ির মধ্যেই খুন করা হয়েছে। এই খুনের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে। তাদের গ্রেফতার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *