নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ এপ্রিল:রাজ্য সরকার চাইলে জুন মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষার আয়োজন করা হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।
তিনি বলেন, এই মুহূর্তে আমরা করোনা নিয়ে সবথেকে বেশি ভাবছি। এই রোগটা নিমূর্ল করাই আমাদের এখন একমাত্র কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য থেকে করোনা দূর করতে আমরা কাজ করছি। রাজ্যের ডাক্তার, পুলিশ, স্বাস্থ্যকর্মীরা সবাই একযোগে কাজ করছে। এমন দুর্যোগের সময় যারা কাজ করেন তারাই প্রকৃত সমাজসেবী। পাশাপাশি করোনা থেকে মুক্তিপেতে রাজ্য সরকারের সব পরামর্শ মানুষকে মানতে হবে। মুখে মাস্ক পরেই প্রত্যেককে বাইরে বেরতে হবে বলে জানান পার্থ চ্যাটার্জি।